আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২২
বিডি দিনকাল ডেস্ক :-বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-খুলনা জেলাধীন রুপসা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নিয়াম মল্লিক এর ওপর রাতের আঁধারে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী দীর্ঘমেয়াদে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি করাকেই এখন প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই বিরোধী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের নেশায় পরিণত হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর সীমাহীন দু:শাসনের কারণে সারাদেশের মানুষের নিকট এখন আওয়ামী লীগ নিন্দিত ও ঘৃনিত। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের নিকট বর্তমান সরকারের কোন দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতা নেই, আর সেই কারনেই নির্দ্বিধায় নি:সঙ্কোচে সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ণ চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিয়াম মল্লিক এর ওপর সন্ত্রাসীদের হামলার মতো ঘটনা নিত্য দিন ঘটেই চলেছে। এধরণের জুলুম ও দুস্কর্মের বিরুদ্ধে জনগণের ক্রোধ ফুঁসে উঠেছে, যেকোন মূহুর্তে এই সরকারের যবনিকাপাত ঘটবে।
আমরা অবিলম্বে নিয়াম মল্লিক এর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |