আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:১২
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : প্রবাস আবুধাবি থেকে ও দেশের জন্য প্রাণ কাঁদা মোঃ ইব্রাহিম মির্জা এলাকার অনেককে অতিতের মতো এবারকার ঈদে ও ভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বলে পাওয়া সংবাদে প্রকাশ। দেশ-এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষ এবং এলাকাবাসী সহ সবাইকে পবিত্র খুশির ঈদ এ অকৃত্রিম শুভেচ্ছা জানিয়েছন তিনি। চট্টগ্রাম (উত্তর) এর মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের অধিবাসী, মানবিক মনের অধিকারী মোঃ ইব্রাহিম মির্জা বর্তমানে আবুধাবির আল মিরফা এলাকায় পেশাগত কর্মময়তায় অধিষ্ঠিত রয়েছেন। এলাকায় পরোপকারী হিসেবে অতি পরিচিত মোঃ ইব্রাহিম মির্জা আবুধাবি থাকলে ও সব সময় তার প্রাণ কাঁদে নিজ জন্মভূমি ও এলাকার মানুষের জন্য। তিনি তার সাধ্যানুযায়ী অতি দরীদ্র এবং বিভিন্ন ভাবে অভাবগ্রস্থ ক’জন কে ভিন্নতা বজায় রেখে সাহায্য-সহযোগীতা করে আসছেন। অতিত সময়’র মতো এবারকার ঈদ এ ও তিনি পিছু হটে থাকেননি। তিনি তার আর্থিক সাধ্যানুযায়ী প্রবাস / আবুধাবি থেকে অতিতের মতো সে রকম ভাবে এবারকার ঈদ এ ও হস্ত প্রসারীত করে ক’জন অভাবীদের উপকারে এগিয়ে এসেছেন। মানবিক মনের অধিকারী ও আবুধাবি প্রবাসী মোঃ ইব্রাহিম মির্জা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানিয়েছেন অত্যানন্দচিত্তে ‘ঈদ মোবারক’ এবং ঈদ’র অকৃত্রিম শুভেচ্ছা। তিনি বলেন, ‘তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালাহাল আমল’। অর্থাৎ, ‘ঈদ’ সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি। এবং সমাজে সৃষ্টি হোক্ সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র দরবারে সে আরজ জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |