আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৫
ঢাকা, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : রাজধানীর কাফরুল এলাকা থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী এবং নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশিরকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে আটক করে র্যাব। সন্ত্রাসী শিশিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
আজ শনিবার দুপুরে র্যাব-৪ এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করে র্যাব।
জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী শিশির রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামী শিশিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাবে কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |