নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্তিতে সোমবার (২৪ এপ্রিল) সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজার সামনের অস্থায়ী স্মৃতিস্তম্ভ বেদিতে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহতের স্বজন, আহত পোশাক শ্রমিক, বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠন ও নানা-শ্রেণি পেশার মানুষ।
এসময় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ১০ বছর আগে এই দিনে হাজারের বেশি শ্রমিক ভবনের নিচে চাপা পড়ে মারা যায়। অথচ এখন পর্যন্ত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং রানা প্লাজার নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়নি।
নিহত শ্রমিক ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য চারটি দাবি জানিয়ে তিনি বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা করা, রানা প্লাজা ঘটনার জন্য দায়ী সবার বিচারের ব্যবস্থা করা, দেশের শ্রম আইন সংস্কার করে শ্রমিকবান্ধব আইন গড়ে তোলা, দেশের সব শিল্প খাতে আহত শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে।
এর আগে তিন দিন যাবৎ চার দফা দাবিতে ঢাকার শহীদ মিনারে অনশন করছেন রানা প্লাজায় আহত কয়েকজন শ্রমিক।