আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে চারদিকে অফিস,আদালত, দশ গজ পশ্চিমে মসজিদ, পূর্ব দক্ষিনে মন্দির, চারিদিকে আবাসিক এলাকা, মাঠের চারপাশে অফিস, সংরক্ষিত এলাকা উপজেলা মাঠে কেন এই বৈশাখী মেলা !এনিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা, গুঞ্জন। একাধিক অভিভাবক, সুধীজন ,সচেতন মহলদের অভিযোগ সামনে এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দশদিন ব্যাপী ঈদ ও বৈশাখী মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন । এটা ঠিক হয়নি এতে বিপাকে পরীক্ষার্থী ও সাধারণ ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ, হাসপাতালের রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। সখিপুরে এবার এসএসসি সমমানের পরীক্ষার্থী সংখ্যা ৪১১৬ জন। আগামী ৩০ এপ্রিল এসএসসি সমমান পরীক্ষা শুরু হবে, এ সুবাদে সকল পরীক্ষার্থী এখন সখিপুরে অবস্থান করছে। এমনকি উপজেলা মাঠের চারপাশে কমপক্ষে সহস্রাধিক এসএসসি সমমান পরীক্ষার্থী রয়েছে।
টাঙ্গাইলের সখিপুর উপজেলা অফিস ও আবাসিক এলাকায় উপজেলা মাঠে ঈদের দিন থেকেই চলছে বৈশাখী মেলা । এখানে হাজারো মানুষের ঢল নামে বিকেল বেলা। মধ্যরাত পর্যন্ত চলে মেলা, এতে ঘটছে নানা অঘটন উৎপাত বেড়েছে বখাটেদের, ইভটিজিং এর শিকার হচ্ছে আগত দর্শনার্থীরা । এদিকে মেলাকে কেন্দ্র করে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা পরেছে বিপাকে। উৎকণ্ঠায় অভিভাবকরা প্রতিদিনই চলছে মেলায় যাত্রাপালা, অশ্লীলনৃত্য, সার্কাস, জাদু সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ । এসএসসি সমমান পরীক্ষার্থীরা প্রতিনিয়ত মেলার দিকে আকৃষ্ট হচ্ছে। এতে লেখাপড়া ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। গভীর রাত পর্যন্ত মেলার মাইক বাজতে থাকে। এর বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাঘাত হচ্ছে, তেমনি আশেপাশের শিশু, বৃদ্ধ, অসুস্থ লোকজন ও হাসপাতালে রোগীদেরও স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটছে।
একাধিক অভিভাবক সংজ্ঞা প্রকাশ করে বলেন, আবাসিক এলাকার ভিতরে এভাবে মেলা চললে যেমন আসন্ন পরীক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তেমনি আশেপাশের মানুষ ও হাসপাতালে ভর্তি রোগীদেরও ব্যাপক ক্ষতি হচ্ছে ।আমরা এ মেলা দ্রুত বন্ধ চাই। আবাসিক এলাকায় এখানে মসজিদ আছে, মন্দির আছে ,অফিস আদালত আছে- এখানে মেলা চলতে পারে না , এ ভাবে মেলা চালানো ঠিক না। আমাদের ইউএনও সাহেব এখানে মেলা বসিয়ে ঠিক করেননি। প্রতিনিয়ত মেলাকালীন সময়ে চলছে বিভিন্ন অঘটন ঘটছে ইভটিজিং এর মত ঘটনা আমরা দ্রুত বন্ধ চাই এই মেলা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক বলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সাহেব মেলা চালাচ্ছেন আমরা কিছু বলতে পারতেছি না, এই মেলার কারণে পরীক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। এই মেলাতে তো বন্ধ হওয়া উচিত।এ বিষয়ে জানতে চাইলে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম বলেন, পরীক্ষার কথা মাথায় ছিল না ,তবে পরীক্ষার আগেই মেলা শেষ হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |