আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৬
বিডি দিনকাল ডেস্ক : বাং লাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. আব্দুল মজিদ খান ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ) ।
গতকাল ২৬ এপ্রিল বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।
ফ্রান্স, স্পেন এবং মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মজিদ খান।
বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মজিদ খান ১৯২৯ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রীধারী প্রথম বাংলাদেশি তিনি। উচ্চ শিক্ষায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ হিউম্যান লেটারস সম্মান অর্জন করেন মজিদ।
তিনি যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি ও উইসকনসিন ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডস, সুইডেন ও জর্ডানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ফ্রান্সের অফিসার অফ দ্য অর্ডার অফ অ্যাকাডেমিক পামস সম্মানেও ভূষিত হন মজিদ। বহু গ্রন্থের প্রণেতা ড. আব্দুল মজিদ খানকে ২০১৩ সালে উচ্চ শিক্ষার উন্নয়নে অবদান রাখায় এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনে অনন্য ভূমিকার জন্য ইমেরিটাস প্রেসিডেন্ট উপাধি দিয়ে সম্মানিত করে আইইউবি।
আইইউবি ছাড়াও আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সোশাল ওয়ার্ক, এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।
মরহুমের প্রথম জানাজা আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা আগামীকাল শুক্রবাদ বাদ জুম্মা বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান মো: রিয়াজ উদ্দিন নসুর নানা শশুর ছিলেন মরহুম আব্দুল মজিদ খান।
জনাব নসু, মরহুমের আত্মার সন্তুষ্টি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |