আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫১
মনির হোসেন জীবন-নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি পেপার স্কু (৩৩)কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর নাম পেপার স্কু। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ইয়ারপুর মৃত কাদির স্নালের পুত্র।
আজ র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী পেপার স্কু গ্রেফতার করতে সক্ষম হয়।
সিনিয়র সহকারী পুলিশ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামি পেপার স্কু এর বিরুদ্ধে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপন করে।
র্যাবের এ কর্মকর্তা জানান, দীর্ঘ ১২ বছর যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |