আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : শ্রমজীবীদর অধিকার আদায়ের দিন ১ মে ‘মহান মে দিবস। এ দিন চট্টগ্রামে আওয়ামী রেলওয়ে শ্রমিক লীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।। এ সময় মিজানুর রহমান (৩৩) নামের একজন ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বল সূত্র জানায়। সোমবার (১ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অনুষ্ঠান চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। আহত মিজানুর রহমান শহরের সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা। তার সহকর্মী মোঃ সোহেল সাংবাদিকদের জানান, মে দিবস উপলক্ষে ঘটনাস্থল এলাকায় রেলওয়ে শ্রমিক লীগের প্রোগ্রাম চলছিলো। এ সময় আজমল ও অলিউল্লাহ নামে দু’জনের নের্তৃত্বে কয়েকজন বহিরাগত এসে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে মিজানুর রহমান আহত হন। তিনি বলেন, “কী কারণে এ হামলা চালানো হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না।” সূত্র জানায়, সিরাজ গ্রুপ এবং অলি উল্লাহ সুমন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিলো। মে দিবস উপলক্ষে বিবদমান:মান দু’ গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে প্রোগ্রাম চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলি উল্লাহ সুমন গ্রুপ। এ সময় উভয় গ্রুপের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে তা সংঘর্ষে রুপ নেয়। রেলওয়ে শ্রমিক লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম সংবাদ মাধ্যম কে বলেন, “শ্রমিকদের অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ ও করেনি।” রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।” এ দিকে, ছুরিকাঘাতে আহত মিজানূর রহমান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |