আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৩
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর রামপুরা এলাকা থেকে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রবিউল ইসলাম।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২ মে ২০২৩ খ্রি.) রাত ৮:৩০টায় রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম জানান, রামপুরা থানার বনশ্রী এলাকার একটি বাসায় মোটরসাইকেলে করে ফেন্সিডিল নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর সময় রবিউলকে গ্রেফতার করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রবিউল ২৫ বছর ধরে রামপুরা এলাকায় বসবাস করছে। গার্মেন্টস কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করা রবিউল এক সময় শারিকা ফ্যাশন নামে নিজেই একটি গার্মেন্টস স্থাপন করে। করোনা মহামারির সময় অর্ডার বন্ধ হয়ে গেলে তার গার্মেন্টেস ব্যবসায় লোকসান শুরু হয়। পরে সে তার গার্মেন্টেসের সব মেশিন বিক্রি করে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় এবং নিজে কর্মহীন হয়ে পরে। এক পর্যায়ে মাদকের কারবারে জড়িয়ে পরে। সে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় একটি চেম্বার তৈরি করে ফেন্সিডিল পরিবহন করতো।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম আরো জানান, রুবিউল রামপুরা থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে পুনরায় রামপুরা এলাকায় ফিরে আসতো। এভাবে একসাথে ৭০/৭৫ বোতল ফেন্সিডিল পরিবহন করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |