আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৪
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : -কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাদী পক্ষের ৫ ব্যক্তি গুরুতর আহত। উলিপুর থানায় মামলা দায়ের।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে জলংগার কুটি নদীরপাড় এলাকায় গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে। বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী স্কুলের পাশে আঠার পাইকা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মজিদ এর পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম এর কিছু পারিবারিক জমি জলংগার কুটি নদীরপাড় এলাকায় থাকায় তা ঐ এলাকার স্থানীয় লোকজনের মধ্যে চাষাবাদের জন্য বর্গা দেন। দীর্ঘ সময় বর্গা চাষীরা জমিগুলো নিজেদের দখলে রেখে হালচাষ করে আসা দখলে থাকা অবস্থায় জমি গুলো নিজেদের মালিকানা দাবী করে। ঘটনার দিন গত ২৫ এপ্রিল দুপুরে জলংগার কুটি নদীরপাড় এলাকায় বর্গা চাষীদের সাথে মঞ্জুরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিবাদী পক্ষ অতর্কিত মঞ্জুরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের উপর পূর্ব পরিকল্পনা মতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় বিবাদী পক্ষের লোকজন মঞ্জুরুল ইসলামের পরিবারের লোকজনের কাছ থেকে ১টি মোবাইল ফোন, জমির দলিল দস্তাবেজ সহ নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম, বাবলু মিয়া, আতাউর রহমান, আলামিন, হাসান আলী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিবাদী পক্ষে হাতে গুরুতর রক্তাত্ব যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত নজো মিয়ার পুত্র হাসান আলী নিজে বাদী হয়ে ১২জনকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার উলিপুর থানার মামলা নং-২৯/২৩, তারিখ- ২৭-০৪-২০২৩ইং। উক্ত মামলার আসামীরা হলেন- জলংগার কুটি নদীরপাড় এলাকার গবদুল, কাশেম, মোস্তফা, আলামিন, নালু, আলতাব, মকবুল, সাইফুল, রিপন, মোছাঃ গহুরজন, মোছাঃ অসোনারা, ফুলবাবু। জমি সংক্রান্ত বিরোধে গুরুতর আহত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান মঞ্জুরুল ইসলাম তার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা এবং ন্যায় বিচার কামনা করেছেন।
#
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |