আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩১
আবুবকর সিদ্দিক,স্টাফ-রিপোর্টার ঃ-জয়পুরহাট কালাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৪৯ তম জাতীয সমবায় দিবস পালিত হয়েছে। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. সোহেল রানা এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আনিছা দেলোয়ারা আঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম.রওশন আলম, উপজেলা নির্বাচন অফিসার মো.আবুল কালাম, উপজেলার বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল ইসলাম, উপজেলা সমবায় অফিস সহকারী হারুনুর রশিদ প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |