আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৯
মনির হোসেন জীবন- রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার মোঃ উজ্জল হোসেন ও তার অন্যতম সহযোগী মোঃ রাশেদকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ডাকাত দলের তিন সদস্য কৌশলে পালিয়ে গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর সবুজবাগ থানার মানিকদিয়া এলাকার মোঃ আমির হোসেনের পুত্র
উজ্জল হোসেন (৩৩) ও তার অন্যতম সহযোগী কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকার মৃত নুরুল হক পুত্র মোঃ রাশেদ (৩৭)।
র্যাব জানিয়েছে, ডাকাত দলের এ চক্রটি রাজধানীর ডেমরা, শনিরআখড়া, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকায় বড় ধরনের ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। । বিগত ৫ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ টি ডাকাতি কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া তারা আরও ৮/১০ টি বড় ধরনের ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তারা পরিকল্পনা অনুযায়ী সময় সুযোগবুঝে টার্গেটকৃত বাড়িতে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, বিস্ফোরক সরঞ্জামাদি এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে অতর্কিতে হামলা চালাত। এ দলের মোট ১০ জন ডাকাত সদস্য রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর কারওয়ানবাজারস্হ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হকসহ র্যাব-৩ এর অন্যান্যা উধর্বতন কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার মোঃ উজ্জল হোসেন ও মোঃ রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি বিভলবার, ৩টি ককটেল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড বøাংক কার্তুজ, ১টি গুলির খালী খোসা, ১ টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি প্লাস, ০৩টি কস্টেপ, ১টি টর্চ লাইট, ১টি স্ক্র ড্রাইভার, ১টি হেস্কো বেøড, ২টি গামছা, ইলেকট্রিক তার, রশি, ১টি ব্যাগ এবং ২টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র্যাবকে জানান, গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার মোঃ উজ্জল হোসেন পুরো দলটি পরিচালনা করে। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে উজ্জল ডাকাতের নেতৃত্বে তার দলটি দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তার দলের মোট ১০ জন ডাকাত সদস্য রয়েছে।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ডাকাত দলের ৫ জন সদস্যের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয় এবং ৩ জন ডাকাত পলাতক রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায় , ডেমরা এলাকায় সম্প্রতি তারা একটি ৪তলা বাড়িকে টার্গেট করে। ওই বাড়ির মালিক জনৈক নিলুফা ইয়াসমিন বাড়ির অন্যান্য ফ্লোর ভাড়া দিয়ে ২য় তলায় নিজস্ব একটি ফ্ল্যাটে একা বসবাস করেন। তার স্বামী দীর্ঘদিন যাবৎ একজন প্রবাসী এবং সম্প্রতি তার দুই ছেলে প্রবাসে চলে যাওয়ায় বেশ কিছুদিন যাবৎ সে ওই বাড়িতে একা বাস করে আসছিল।
সংবাদ সম্মেলনে র্যাবের এ কর্মকর্তা জানান, ডাকাত দলের মূলহোতা উজ্জল ও তার দল গত এপ্রিল মাস থেকেই এই বাড়িটি টার্গেট করে। এরপর তারা বেশ কয়েকবার বাড়িটির ডিস সংযোগের তার কেটে দেয় এবং বাসায় নক করে ডিসের মেকানিক পরিচয়ে ডিস সংযোগ ঠিক করার নামে বাসাটি রেকী করে। পরবর্তীতে গতকাল সোমবার অপরাহ্ণে ডাকাত সর্দার উজ্জল এর নেতৃত্বে আরও ৪ জন সহযোগীকে নিয়ে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, বিস্ফোরক সরঞ্জামাদি এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে প্রস্তুতি গ্রহণ করে এবং ওই বাড়িতে হামলা করার জন্য প্রবেশকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই ডাকাত দলের সদস্যকে আটক করতে সক্ষম হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সে বিভিন্ন মামলায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্তির পর ডাকাতির পেশা বেছে নেয়।
এদিকে, আজ মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ডেমরা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের এবং আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |