আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৩
বিশেষ প্রতিনিধি ,কুয়েত :- কুয়েতের রাজধানী কুয়েত সিটি বিচ এলাকায় ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ ও ‘কুয়েত বাংলাদেশ সেতুবন্ধন’ গ্রুপের পক্ষ থেকে ‘বিচ ক্লিন ক্যাম্পেইন’ সম্পন্ন হয়। শুক্রবার (৫ মে) এ ক্যাম্পেইনের অংশ হিসেবে কুয়েত প্রবাসী একঝাঁক তরুণ সমুদ্র সৈকতের আবর্জনা পরিষ্কার করেন। এতে প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন মো. খাইরুল ইসলাম, মেহেদি রুবেল, এস এ শাহাব, রনি গমেজ, মোশারফ হোসেন, রাশেদ ইসলাম কিং, সুমন হাসান, রিপন আলী, শামসুল ইসলামসহ কুয়েত টিমের ভলান্টিয়ার ও সদস্যরা।
তারা বলেন, ইকবাল বাহার জাহিদ মেন্টরের মানবিক শিক্ষায় আজ তারা মানবিক ও সামাজিক কাজ করার উৎসাহ পান। ক্লিন ক্যাম্পেইনের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও বিশ্বকে ক্লিন করার মধ্য দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যাশা তাদের।
প্রায় সাড়ে ১৮ হাজার বর্গকিলোমিটারের দেশটিতে স্থানীয় নাগরিকসহ মোট জনসংখ্যা অর্ধকোটির মতো, যার ৭০ শতাংশ অভিবাসী। বর্তমানে দেশটিতে প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটির উন্নয়নে এই প্রবাসী বাংলাদেশিদের রয়েছে বিশেষ অবদান। তা ছাড়া বিভিন্ন সামাজিক কাজে যোগদান করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন প্রবাসীরা
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |