এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সৈকত নগরী ও দ্বীপ জেলা কক্সবাজারের সেন্টমার্টিনে আঘাত হেনেছে। ঝড়ো বাতাসে দ্বীপের ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা সহ বহু স্থাপনা ভেঙে পড়েছে। ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে এক নারী সহ দু’জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় ‘মোখা’ দেশের উপকূল অতিক্রম করবে। এরই মধ্যে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সেন্টমার্টিন অতিক্রম করেছে। এ সময় সেন্টমার্টিনে আছড় লেগেছে বলে ও জানান দেয়া হয়েছে। স্থানীয় অধিবাসীরা জানান, দুপুরের পর মোখা কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করার সময় সেন্টমার্টিন ও টেকনাফে বাতাসের গতিবেগ প্রচণ্ডভাবে বাড়তে থাকে। একই সাথে বাড়ে সাগরের পানির উচ্চতা ও। এবং চলতে থাকে ভারী বর্ষণ ও। এতে আতঙ্ক বাড়িয়ে দেয় দ্বীপের বাসিন্দাদের মধ্যে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, আজ দুপুর ১২টার পর থেকে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর বাড়ে। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি গাছ পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। কিন্তু বৈরী পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই। চেয়ারম্যান আরও বলেন, সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতা ও বাড়ছে। এখন জোয়ারের সময়। বাতাসের সাথে যদি জোয়ার ও আসে তাহলে সাগরের পানি কূলে চলে আসবে। এ মুহূর্তে মানুষ খুবই আতঙ্কিত। তাদের সাহস-সান্ত্বনা দেয়া হচ্ছে। এ ছাড়া আর করনিয় তেমন কিছু নেই এই মুহুর্ত্বে ।