আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র তান্ডবের অংশে সোমবার রাত পৌনে ১২ টার দিকে আচমকা উত্তর চট্টগ্রামের পুরো এলাকায় বয়ে গেলো প্রবলবেগে ঝড়ো হাওয়া! তাৎক্ষণিক বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এ সময় বিভিন্ন স্থানে উপড়ে ফেলে বেশ কিছু গাছপালা। অনেকটি ঘরের ও ক্ষতি হয়েছে। আম গাছের আম আর অবশিষ্ট থাকার সম্ভাবনা ও একেবারে কম। এ লিখনি চলমান থাকাবস্থায় ও প্রবলবেগে বাতাস বইয়ে যাচ্ছে। এমনিতেই কোনো কারণ ছাড়া দিনভর এবং রাত সাড়ে ১১ টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকার পর এখন তো বিদ্যুৎ কর্তৃপক্ষ ঝড়ো বাতাস’র উছিলা যেহেতু পেয়েছে সেহেতু আর রাতভর ও বিদ্যুৎ এর দেখা মিলে কিনা তা আল্লাহ-ই ভালো বলতে পারবেন। গুড়ি ঘুড়ি বৃষ্টি হলে ও বাতাসের তীব্রতা কমছে না। এলাকার লোকজন ‘মোখা’র পূর্বাভাসের মতো রিতি মতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |