এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : পার্বত্য জেলা খাগড়াছড়ি বিএনপি’র সমাবেশে যাওয়ার পথে ক্ষমতাসীন দলীয় সন্ত্রাসীরা চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় খাগড়াছড়ি শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে পাওয়া খবরে প্রকাশ। ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি। তবে আওয়ামী লীগ তা অস্বীকার করে ঘটনা কে ভিন্ন ভাবে উপস্থাপন করে বলেছে, বিএনপি’র লোকজন আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমে হামলা করে।
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে জেলা বিএনপি’র জন-সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা সহ ৮জন নেতা-কর্মী (প্রায়) আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে এমন হামলার নিন্দা ও জানান তিনি। এ ঘটনায় খাগড়াছড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় এখন ও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন ওসি আরিফুর রহমান।
চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও উত্তর চট্টগ্রামের প্রথম উপজেলা মীরসরাই বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা একজন বয়োবৃদ্ধ/প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কে ও হামলা থেকে রেহাই দেয়নি! এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা ও অনেক রাজনৈতিক নেতাদের মন থেকে বিলুপ ঘটবে। বিএনপি নেতা শাহিদ চৌধুরী পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থেকে ঘটনার হোতাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।