আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
এম, এ কাশেম: অর্থ-সম্পদ, যশ-খ্যাতি যার বা যাদের কাছে আছে সে বা তারা-ই নিজেকে মনে করছে রাজা আর যার বা যাদের কাছে নেই তারা তাদের কে মনে করছে প্রজা! এবং অবজ্ঞা-অবহেলার সহিদ তিরস্কার করতে ও দ্বিধা করছে না! কিন্তু, কবরের কথা কারো মাথায়/ চিন্তায় ও আসতেছে না!!আমীন মনে করা যেতে পারে- যে কারো বাড়ি, গাড়ি এবং টাকা-কড়ি সব কিছু থাকার কারণে আনন্দ -হৈ হুল্লোড়ে এবং আরাম-আয়েসে দিন-রজনী পার করে যাওয়া হচ্ছে! কিন্তু, মৃত্যুর পর কবরের বাসিন্দা হয়ে গেলে তা কি পাওয়া যায় বা যাবে? উত্তরে সবাই (প্রায়) বলবে-নিশ্চয়-ই না। তা যদি ও বা সত্য তবে, আমি কারণ দেখিয়ে বলতে পারি হাঁ। এর উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যে টাকা ওয়ালা, সে ব্যাংকে বা অন্য কোনো মাধ্যমে টাকা জমিয়ে রাখলে তা যে কোনো প্রয়োজনের সময় সেখান থেকে উঠিয়ে প্রয়োজন মিঠাতে পারে/ পারবে। কিন্তু, কবরের ভিতর কি ব্যাংক আছে যে, মৃত্যুর পর সেখানে প্রয়োজন মোতাবেক টাকা উঠিয়ে তা মিঠানো যায় বা যাবে? বলা যেতে পারে-সেখান ব্যাংক না থাকলে ও ব্যাংকের মতো অবস্থা রেখেছেন আল্লাহ! যেমন, জীবিত থাকাবস্থায় যার যার সাধ্য/সামর্থ্যানুযায়ী অসহায়-অভাবী/দরীদ্র পরিবার/মানুষ কে সাহায্য-সহযোগীতা করে গেলে তা কবরের জন্য জমা হবে। আর মৃত্যুর পর কবরে গিয়ে দান করা সব টাকা গুলো জীবিত থাকাবস্থায় ব্যাংকে জমা রেখে উত্তোলনের মতো সেখানে ও তা পাওয়া যায় বা যাবে ও। মানুষ মাত্র-ই মৃত্যু পথযাত্রী যে সে কথা ভুলে গেলে চলবে না। মৃত্যুর আগে অনেকের অনেক কিছু থাকে কিন্তু মৃত্যুর পর তার আর কিছু-ই থাকে না। এমন কি মৃত্যুর আগে অনেকে অনেক কিছু করতে বা করে থাকতে পারলে ও মৃত্যুর পর তার আর করার কোনো শক্তি আল্লাহ রাব্বুল আল আমীন অবশিষ্ট রাখেন না। মৃত্যুর পর সব কিছুর আগে মানুষের প্রধান সম্পদ হয়/হবে একমাত্র নামাজ-আমল। এবং এর পরে হবে ভালো কর্মের ফলাফল। আর দান-খয়রাত হবে সব ধরণের বিপদাপদ থেকে বাঁচানোর উছিলা। সুতরাং, এখনো সময় ফুরিয়ে যায়নি সবাই বুজ-জ্ঞান আমলের দিকে ফিরে আসার। আল্লাহ সকল মুসলমানদের সহায় হোন্। হে আল্লাহ আপনি আপনার কেরামতি গুণে কবর বাসী আমার মা- বাবা ও অন্যান্য ময়-মুরব্বি এবং জীবিত আমাকে, আমার পরিবারের সবাই কে ও সকল মুসলমানদের ভুল-ত্রুটি ক্ষমা করে সবাইকে আপনার সরল পথে চলার হেদায়েত দান করুন। এবং সবাই কে তা বুজার জ্ঞান দান করুন। আমীন। লেখক : নিজস্ব প্রতিনিধি দৈনিক দিনকাল (উত্তর চট্টগ্রাম), ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |