আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৯
বিডি দিনকাল ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ২৬টি থানায় খাদ্য ও বস্ত্র বিতরণসহ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ৩০ মে ২০২৩, মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আওতাধীন ২৬টি থানায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়।
ক্রম: থানা স্থান প্রধান/বিশেষ অতিথির নাম
০১ -দারুসসালাম মিরপুর শাহী মসজিদ ও আইএফআইসি ব্যাংকের মধ্যবর্তী রাস্তা, গাবতলী, বাগবাড়ী, দারুসসালাম থানা। প্রধান অতিথি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বিএনপি মহাসচিব, বিশেষ অতিথি-জনাব আমাান উল্লাহ আমান,জনাব আমিনুল হক,সভাপতি : এস এ সিদ্দিক সাজু।
০২ -উত্তরা পূর্ব উত্তরা পাবলিক স্কুল এন্ড কলেজ, আলাউল এভিনিউ, ৮নং সেক্টর, উত্তরা, উত্তরা পূর্ব থানা। প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সহ-সম্পাদক প্রশিক্ষন বিষয়ক-বিএনপি।
০৩ -উত্তরখান উত্তরখান মৈনারটেক বাজার, উত্তরখান থানা। এস এম জিলানী
সভাপতি, সেচ্ছাসেবক দল।
০৪ -দক্ষিণখান দক্ষিনখান বাজার থেকে উত্তর দিকে মোল্লা বাড়ির মোড়, দক্ষিনখান থানা। জনাব আমিনুল হক সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
০৫ -তুরাগ রানাভোলা রাহেলা মাদ্রাসা রোড, তুরাগ থানা। জনাব আমিনুল হক
সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
০৬ -বিমানবন্দর জসিমউদ্দিন রোড (উত্তরা), ঢাকা ব্যাংকের ২০০ গজ পশ্চিম পাশে আর এ কে টাওয়ার এর ঠিক দক্ষিনপাশে (১৯নং রোড)। বিমানবন্দর থানা। জনাব আমিনুল হক
সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
০৭ -উত্তরা পশ্চিম ইঘঝ ঈবহঃবৎ এর পশ্চিম পাশে^র রোডে, ৭নং সেক্টর অথবা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এর উল্টোদিকে ৭নং সেক্টর পার্ক রোড, উত্তরা পশ্চিম থানা। জনাব আমিনুল হক সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
০৮ -খিলক্ষেত খিলক্ষেত মধ্যপাড়া আলি মার্কেট (আল আরাফাহ্ ইসলামি ব্যাংক এর পূর্ব পাশে) খিলক্ষেত থানা। জেড খান মো: রিয়াজ উদ্দিন নসু , তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক।
০৯ -শাহআলী হযরত শাহ্আলী বোগদাদি (রহঃ) মাজারের দক্ষিন গেটের সামনে, শাহআলী থানা। আতাউর রহমান ঢালী সদস্য, চেয়ারর্পাসনের উপদেষ্টা কাউন্সিল।
১০ -মিরপুর কল্ল্যানপুরস্থ মিজান টাওয়ারের সামনে, কল্ল্যানপুর, মিরপুর থানা। আব্দুল কাদের ভূইয়া জুয়েল সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
১১ -কাফরুল ইউ ট্রেন্ড ফার্নিচার গলি, বেগম রোকেয়া স্বরণী (পিলার নং ৩০১, অপজিট ঢাকা টেকনিক্যাল), পূর্ব শেওড়াপাড়া, কাফরুল থানা। মামুন হাসান সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
১২ -পল্লবী সেকশন-১২, ব্লক-এ, ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, পল্লবী থানা। জনাব আমিনুল হক সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
১৩ -রুপনগর এস ডাব্লিউ ৩, প্লট# ৯৯, ব্লক-ই, ইষ্টার্ন হাউজিং, পল্লবী ২য় পর্ব, রুপনগর থানা। জনাব আমিনুল হক সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
১৪ -ভাষানটেক তামান্না কমপ্লেক্স, কচুক্ষেত পুরান বাজার, ভাষানটেক থানা। হেলাল খান
আহবায়ক, জাসাস।
১৫ -তেজগাঁও আরজতপাড়া, শাহীনবাগ, তেজগাঁও থানা। তাবিথ আউয়াল সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
১৬ -তেজগাঁও শিল্পাঞ্চল নতুন এফডিসির গেইট, তেজগাঁও শিল্পাঞ্চল থানা। ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন যুগ্ম মহাসচিব, বিএনপি।
১৭ -হাতিরঝিল বাড়ী # ২২/২৩, রোড # ০১, ব্লক- এ, মহানগর প্রজেক্ট, পশ্চিম রামপুরা, হাতিরঝিল থানা। ডা: পারভেজ রেজা কাকন,সহ-সম্পাদক স¦াস্থ্য বিষয়ক-বিএনপি।
১৮ -শেরে-বাংলা নগর জাতীয় আর্কাইব ভবনের সামনে আটাশ নম্বর ওয়ার্ড শেরে-বাংরা নগর থানা জাতীয় গ্রন্থাগারের পূর্ব পাশের স্থান, শেরে বাংলা নগর থানা। নিলোফার চৌধুরী মনি সহ-সম্পাদক, স্বনির্ভর বিষয়ক, বিএনপি ।
১৯ -আদাবর আদাবর রিংক রোড শম্পা মার্কেট, আদাবর থানা। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আহবায়ক-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
২০- মোহাম্মদপুর চৌধুরী রিয়েল স্টেট জামে মসজিদের সামনে খালি জায়গা (বছিলা ৪০ ফুট রাস্তার মুখের অপজিটে বছিলা মেইন রোডের পাশে), মোহাম্মদপুর থানা। আব্দুল হাই শিকদার সদস্য, চেয়ারর্পাসনের উপদেষ্টা কাউন্সিল।
২১ -ভাটারা ১০০ ফিট নয়াবাড়ী, ভাটারা থানা। জনাব আমিনুল হক সদস্য সচিব-ঢাকা মহানগর উত্তর বিএনপি।
২২ -রামপুরা খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ৩ নম্বর গেটের পাশে খিলগাঁও মেইনরোড, রামপুরা থানা। ডা: রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-বিএনপি।
২৩ -বাড্ডা উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে। সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি, যুবদল।
২৪ -গুলশান সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের পাশে, গুলশান থানা। ডা: ফরহাদ হালিম ডোনার সদস্য, চেয়ারর্পাসনের উপদেষ্টা কাউন্সিল।
২৫ -বনানী মহাখালী ওয়্যারলেস গেইট টিএন্ডটি মসজিদ ও এতিমখানা, বনানী থানা। ড. মামুন সদস্য, চেয়ারর্পাসনের উপদেষ্টা কাউন্সিল,।
২৬ -ক্যান্টনমেন্ট ৫১/এ, পশ্চিম মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থানা। সুলতানা আহম্মেদ সাধারন সম্পাদিক, মহিলা দল।প্রেস বিজ্ঞপ্তি।।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |