- প্রচ্ছদ
-
- আইন/আদালত
- জয়পুরহাটে হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড, বাদীর ৫বছরের জেল
জয়পুরহাটে হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড, বাদীর ৫বছরের জেল
প্রকাশ: ৩১ মে, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধিঃ—জয়পুরহাটের ক্ষেতলালে হত্যা মামলায় শাহীন নামে আসামীকে মৃত্যুদন্ড ও বাদী আঞ্জুয়ারাকে ৫ বছরের জেল এবং ৫০ হাজার টাক জরিমানা অনাদায়ে আরো দূই বছরের জেলের আদেশ দিয়েছে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এই রায় ঘোষনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে ধারের টাকা পরিশোধ নিয়ে আলম খা ও শাহীনসহ আসামীদের মধ্যে বিবাদ হয়। এক পর্যায়ে মৃত আলম খাঁ জীবিত অবস্থায় ক্ষেতলাল থানায় জিডি করেন। ২০০৬ সালের ২০ মে রাতে আসামী শাহীন মৃত আলম খাঁ কে ধারের টাকা ফেরত দিবে বলে বাড়ি থেকে ডেকে তার বাড়িতে নিয়ে গিয়ে মারধর ও এক পর্যাযে গলা চেপে ধরলে আলম অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসীরা খবর পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ২০০৬ সালের ২৬ নভেম্বর আলম খাঁর স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে জয়পুরহাট থানায় আসামী শাহীনসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এবং নথিপত্র ঘেঁটে শাক্ষি প্রমানের ভিত্তিতে আদালত এই রায় ঘোষনা করেন। বাকী আসামীদের বিরেুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
Please follow and like us:
20 20