আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :- প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন শুধুমাত্র ইতালিয়ান ভাষা ও এখানকার আইন না জানার কারনে । বর্তমানে ইতালিয়ান সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাবাসীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। ইতালি ভেনিস মেস্ত্রে সেন্টারের স্বনিকটে ভিয়া জুসেপ্পে ভের্দি ২৯ নাম্বারে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে উদ্বোধন করা হয়েছে এ আর হেল্প সার্ভিস । প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমানের পরিচালনায় উপস্থিত অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মশিউর রহমান বলেন আমাদের এই অফিসের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়াই আমাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে ইতালির আইন সম্পর্কে কোন ধারণা নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা হয়রানির শিকার হন। আর এই সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি এ আর হেল্প সার্ভিসের পক্ষ থেকে উকিলের মাধ্যমে প্রবাসীদের যে কোন ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |