আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১১
মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই করার প্রাক্কালে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে গ্রেফতারকৃত ছিনতাইকারিরা হলেন, মোঃ নাদিম (১৯), মোঃ হাসান (৩০) মোঃ মহিন (২০) ও মোঃ পলাশ (২০)। আজ দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ খবর নিশ্চিত করেছেন। এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গতকাল সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে ৪ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশিয় অন্ত্র ২টি সুইজ গিয়ার টাকা, ২টি চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের এবং তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |