আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৩
রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: কোরবানির ঈদকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় গবাদি পশু পালন করে থাকেন। বাড়তি লাভের আশায় কেউ তিন মাস আবার কেউ ছয় মাস আগে থেকে ব্যক্তি পর্যায়ে ও খামারিরা পশু পালন করেন।এবার ও উপজেলার আটটি ইউনিয়নে গবাদি পশু পালন করা হয়ে থাকে।এ বছর উপজেলায় ব্যক্তি পর্যায়ে কোরবানি যোগ্য করে তোলা হয়েছে প্রায় ৪৫ হাজার গবাদি পশু। এবং খামারি পর্যায়ে কোরবানি যোগ্য করে তোলা হয়েছে প্রায় ৩ হাজার গবাদি পশু।
ইতো মধ্যেই উপজেলার বিভিন্ন হাটে কোরবানি যোগ্য পশু বিক্রিয় করার জন্য তোলা হচ্ছে। কাঙ্খিত দামে মিলে গেলে বিক্রি ও করছে অনেকে। এছাড়াও হাটে বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারিরা ও কোরবানি যোগ্য পশু কিনে নিয়ে যাচ্ছেন।আবার বাহির থেকে বিভিন্ন ব্যাপারিরা কোরবানি যোগ্য পশু কিনে আনছেন।এদিকে গবাদিপশু মোটা তাজাকরণে ক্ষতি কারক
রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার রোধে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে নানা উদ্যেগ নেওয়া হয়েছে।খামারি ও পশু পালনকারী ব্যক্তিদের মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি তাদের পৌঁছে দেওয়া হয়েছে সচেতনতা মূলক বার্তা। সব মিলিয়ে এ বছর উপজেলায় কোরবানির পশুর কোন সষ্কট পড়বেনা। দেশীয় পশুতেই কোরবানি সম্পন œকরতে পারবেন আত্রাইবাসি এমনটা দাবি সংশ্লিষ্টদের।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়,আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে উপজেলায় কোরবানি যোগ্য ৪৭ হাজার ৯৭৯টি পশু প্রস্তত রয়েছে। এই পশু গুলোর মধ্যে গরু (ষাঁড়,বলদ,গাভী) ৩ হাজার, ছাগল ৩৮ হাজার ৮৮৯ এবং ভেড়া ৬ হাজার ৯০টি।উপজেলায় স্থায়ী হাটের সংখ্যা ১৬টি। এসব হাটের প্রায় সব গুলোয় হাটে কোরবানি যোগ্য পশু গুলো বিক্রির জন্য তোলা হবে। ইতি মধ্যে স্থায়ী কিছ ুহাটে পশু বিক্রি শুরু হয়েছে। গত বছর উপজেলায় মোট প্রায়২৬ হাজার গবদি পশু কোরবানি করা হয়েছে।
উপজেলার পবনডাঙ্গা গ্রামের খামারি আব্দুল হাকিম টগর বলেন,আমি ছয় মাস আগে এগারটি গরু ক্রয় করিয়াছি, ঈদের আগ মূহুতে গরু গুলো বিক্রয় করবো।আশা করছি লাভ ভালো হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ আবু আনাছ জানান, আত্রাই উপজেলায় গবাদি পশুকে কোন প্রকার রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করেন সেজন্য আমর াখামারি এবং ব্যাক্তি পর্যায়ে প্রচারণা চালিয়েছি। প্রতি বছরের মতো এ বছরও ঈদুল আযাহার হাট পুরোদমে শুরু হলে প্রতি হাটে মেডিক্যাল টিম বসানো হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |