আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক মেয়র পদে ৯৪ হাজার ভোটে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হারিয়েছেন। এনিয়ে তিনি তৃতীয়বারের মতো এই নগরীর মেয়র হচ্ছেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন করায় অনেকটা নিরুত্তাপ এই নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।
রাতে খুলনা নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সমন্বিত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৬০ হাজার ৬৪টি। খুলনার ভোট শান্তিপূর্ণ হলেও বরিশালে হামলা ও অনিয়মের অভিযোগ তুলে এই দুই সিটির ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |