আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ জালাল উদ্দিন (কুয়েত প্রতিনিধি):-
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী স্থানীয়ভাবে নিয়োগকৃত মোহাম্মদ মনির আহমেদকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার ৮ নভেম্বর দূতাবাসের ফেসবুক পেইজে এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এই সংবাদ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় ১নভেম্বর ২০২০ থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদ কে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমতাবস্থায় দূতাবাস সম্পর্কিত কোনো বিষয়ে যোগাযোগ না করার জন্য সবাইকে জানানো হয়েছে। কি কারণে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।
এদিকে স্থানীয় বিশ্বস্ত সূত্র বলছে, দীর্ঘদিন ধরে মনিরের বিরুদ্ধে প্রবাসীরা বিভিন্ন অভিযোগ করে আসছিলেন।
এর মধ্যে অন্যতম অভিযোগ পাসপোর্ট সংশ্লিষ্ট, প্রবাসীরা বলেন, নতুন পাসপোর্ট করার জন্য দূতাবাসের ওই কর্মচারীকে তিন গুণ বেশি টাকা দিতে হতো। যেখানে একটি নতুন পাসপোর্ট তৈরিতে নির্ধারিত ফি সাড়ে নয় দিনার, সেখানে মনির জরুরী পাসপোর্ট সেবার নাম করে প্রবাসীদের কাছ থেকে আদায় করতেন ৩৫ থেকে ৪০ দিনার। যদিও বর্তমানে জরুরী পাসপোর্ট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের অভিযোগের সত্যতা যাচাই করে যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছেন বলে অনেক প্রবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |