আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৬
মনির হোসেন জীবন – রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দলনেতা শরীফসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, আটককৃতরা হলেন, ছিনতাই চক্রের দলনেতা মোঃ আরিফ শরীফ (২২) তার সহযোগী মোঃ সুমন (২৪), তারেক হোসেন ওরফে মিশা (২২) ও মোঃ অন্তর (১৫)।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯ টায় র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ অফিসার) মোঃ পারভেজ রানা তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মো: পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল জানতে পারে, ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর থানার ময়মনসিংহ টু ঢাকা হাইওয়ে রোডের পূর্ব পাশে বিমানবন্দর রেলস্টেশনের সামনে ফুটওভার ব্রীজ সংলগ্ন “ওয়ান্ডার ইন”হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকাঁ রাস্তা উপর কতিপয় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে র্যাব-১, উত্তরার একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দলনেতা মোঃ আরিফ শরীফ (২২), মোঃ সুমন (২৪), তারেক হোসেন ওরফে মিশা (২২) ও মোঃ অন্তর (১৫)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এ সময় তাদের নিকট থেকে ২ টি লোহার চাকু ও ২ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ডিএমপি বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল হক ভুঁইয়া বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুূধবার মামলার চার আসামীকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |