আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৪
মনির হোসেন জীবন – রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছর যাবৎ পলাতক এবং ৫৪ লক্ষ ৭৯ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী অভিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর নাম এস.এম অভি (৪৮)। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত এ,কে,এম আঃ কাদিরের পুত্র। অভি “দি বাকেরগঞ্জ গ্রুপ মালিটপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”র ম্যানেজিং ডিরেক্টর এবং সাতটি মামলার পলাতক আসামী সে।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ উত্তরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে পল্টন মডেল থানার নয়াপল্টন ভিআইপি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে অভিকে আটক করতে সক্ষম হয়।
পারভেজ রানা জানান, আটককৃত আসামী এস, এম অভির বিরুদ্ধে বরিশাল জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা, বাকেরগঞ্জে মামলা, বরিশাল জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা, বগুড়া সদর থানা জুডিশিয়াল ম্যাজি: আদালতের সি আর মামলা, পটুয়াখালী জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা পেনাল কোড, পটুয়াখালী, বরিশাল জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা, বরিশাল জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা বরিশালে একটি মামলায় ২০২১ সালের ২ ডিসেম্বর এক বছরের সাজাপ্রাপ্ত রায়, বরিশাল জেলার বিজ্ঞ আদালতের সি আর মামলা পেনাল কোড ও বরিশাল মামলায় এক বৎসরের কারাদন্ড ও ৩৪ লক্ষ এগার হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সে।
র্যাবের এ কর্মকর্তা জানান, এছাড়া আটককৃত অভি ২ নং মামলায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত এবং ৩ নং মামলায় এক বৎসরের কারাদন্ড এবং পনের লক্ষ আটষট্টি হাজার চারশত টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ও ৪ থেকে ৭ নং মামলার ওয়ারেন্টভূক্তসহ মোট ৭ টি ওয়ারেন্টভূক্ত মামলার পলাতক আসামী সে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |