এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : আজ বুধবার ১৪জুন (রাত পোহানোর পর) বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কাজীর দেউরিতে বিএনপি আয়োজিত ‘তারুণ্যোর সমাবেশ) কে ঘিরে দল পাগল নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে মহা উৎসবের আমেজ! আবহাওয়ার বৈরী পরিবেশ এ ও দল পাগল নেতা- কর্মীদের দমিয়ে রাখতে পারছে না! রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লিখার পূর্ব মূহুর্ত্বে সমাবেশস্ল কাজীর দেউরিতে অবস্থান করে দেখা যায় সমাবেশ যেনো এখন- ই শুরু হয়ে গেছে! সমাবেশস্থল কাজীর দেউরির আশপাশের প্রায় ২ কিলোমিটার দল পাগল নেতা-কর্মীদের অবস্থান, হাঁটাচলায় মুখোরিত হয়ে রয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় ‘নাসিমন ভবন’ এর সামনে থেকে নুর আহম্মেদ সড়ক হয়ে আলমাস হল-লালখান বাজার এলাকা ব্যাপী নেতা-কর্মীদের পদচারণায় মুখোরিত রয়েছে। কাজীর দেউরির চৌরাস্তায় শতো শতো নেতা-কর্মী গান-বাজনা সহ বিভিন্ন ভাবে বক্তব্য রাখার মাধ্যমে রাতের সময় অতিবাহিত করতে দেখা যাচ্ছে! এমনোতর: অবস্থায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর উক্ত স্থানে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের সাহস যোগানোর নিমিত্তে কতোক্ষণ অবস্থান করে বক্তব্য রাখেন। শেষ মুহুত্ব রাত পৌনে ১টায় ও নেতা-কর্মীদের অবস্থান দেখে আশেপাশের বিভিন্ন বাসার নারী-পুরুষরা ‘ধানের শীষ’ গণজোয়ার অনুভবে নিয়ে অনেকেই তাদেরকে করতালি দিয়ে অভিবাদন জানাতে ও দেখা যায়।