এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগ ও যুবদলের সংঘর্ষ হয়েছে। বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে এ সংঘর্ষ সৃষ্টি হয়। সমাবেশ ঘিরে যানজটে প্রায় অচল হয়ে পড়ে নগরীর কয়েকটি সড়ক। বুধবার (১৪ জুন) দুপুরে নগরের চট্টগ্রাম কলেজের সামনে বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এবং বিএনপি ছাত্রদলের একটি অংশ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ায় ছাত্রদলের একটি মিছিলে ধাওয়া দিয়েছিল ছোট ভাইয়েরা। তেমন কিছু হয়নি, কেউ আহতও হয়নি। পরিস্থিতি স্বাভাবিকতার দাবি ও করে তারা। আমরা ক্যাম্পাসে আছি। এদিকে, এর রেশ ধরে চকবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাজীর দেউরি এলাকায় লাঠি-সোটা-বাঁশ, স্টাম্প দিয়ে একটি সরকারি অফিসের গেটে ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। চকবাজারে ছাত্রলীগের ধাওয়া খেয়ে কাজীর দেউড়ি চত্বর দিয়ে মিছিলটি যাওয়ার সময় বিএনপি-ছাত্রদলের একটি অংশ ভাঙচুর চালায় বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। এদিকে, সংঘর্ষ চলাকালে জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। এ দিকে দুপুরের পর কাজীর দেউরির সমাবেশস্থলের পাশ্বস্থ স্টেডিয়াম এলাকা এবং লালখান বাজার ও সিআরবি এলাকায় দফায় দফায় বিবদমান দু’ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রুপ নেয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনায় আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা গুরুতর : দাবি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মীরসরাইঐ উপজেলা বিএনপির আহবায়কে শাহিদুল ইসলাম আহত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেত-কর্মী সবাইকে তার পক্ষিয় বলে ও দাবি করেন।