আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৮
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : গত ১৪ জুন বুধবার চট্টগ্রামে বিএনপির ‘তারুণোর সমাবেশে যে মেয়েটি কে মিছিলের অগ্রভাগে কম-বেশী সবাই দেখতে পেয়েছিলো সেই মেয়েটি চট্টগ্রামের প্রোগ্রাম শেষে বাড়িতে ফেরার পথে রাত প্রায় ৯ টার দিকে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের শাহাজী বাজার এলাকায় পৌঁছালে হায়েনার দল তাকে বহনকারী সিএনজি’র গতিরোধ করে তাকে টেনে হেঁজড়ে নামিয়ে ওই ঘটনা ঘটায়। নিজ বাড়ি এলাকাতেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের ক’জন হায়েনার কবলে পড়ে লাঞ্ছিত সহ শারীরিক হেনস্থার শিকার হতে হয় ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত কে। তার গ্রামের বাড়ি মীরসরাই’র উপজেলা। এবং তার অধ্যায়নরত: শিক্ষা প্রতিষ্ঠান ও মীরসরাই উপজেলাতে হওয়ার কারণে ঘটনার বাদ-প্রতিবাদ সব রকম ব্যবস্থা নেয়ার কথা মীরসরাই উপজেলা বিএনপির। কিন্তু, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- এখানকার বিএনপি নেতারা এখনো অচেতন! তাদের কে সচেতন করে তোলার দরকার। অবশ্য, ওই ঘটনায় আর কারো তেমন একটা মাথা ব্যথা দেখা না গেলে ও মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী একটা নিন্দা বিবৃতি দিযেছেন। দলের অনেকেই অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে সব বিএনপি নেতারা এখনো অচেতন হয়ে রয়েছে তাদের কে সচেতন করে তুলে একটা প্রতিবাদ- বিক্ষোভের আয়োজন করার দরকার। নয়তো মেয়েটার সব কিছু-ই বৃথা যাবে। উল্লেখ্য, সমাবেশের দিন চট্টগ্রাম শহরের কাজীর দেঊরিত বিএনপির ওই ‘তারুণ্যের সমাবেশ’এ অংশগ্রহণ করতে যাওয়া মীরসরাই উপজেলা বিএনপির ব্যানারে বিশাল এক মিছিলের নের্তৃত্বের অগ্রভাগে শ্লোগান রতাবস্থায় ওই ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত প্রায় সবার দৃষ্টি গোচরীভূত হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |