- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
প্রকাশ: ১৭ জুন, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) সাজেদুল রহমান দুদু শাহ্ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি উপজেলার আহ্সানগঞ্জ ইউনিয়নের জাত-আমরুল গ্ৰামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরে আহ্সান উল্লাহ মেমোরিয়াল হাইস্কুল মাঠে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ মাগরিব জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগ আক্রান্ত ছিলেন, আজ সকালে হঠাৎ তিনি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকায় তিনি ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us:
20 20