আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৯
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে দলটির নেতাকর্মীরা ভিড় জমায়। সাবেক প্রধানমন্ত্রীর বাসায় ফেরার খবরে বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।
গত ১২ই জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। পাঁচ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেন তিনি।
সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুপার চৌধুরী মনি। এছাড়া খালেদা জিয়া ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের কয়েক শত নেতা কর্মীরাও ।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১২ই জুন রাত পৌনে ২টায় ম্যাডামকে হাসপাতালে নেয়া হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
এদিকে বেগম খালেদা জিয়া যখন হাসপাতাল ত্যাগ করছিলেন তখন এই হাসপাতালে ভর্তি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনও বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |