আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৪
এম, এ কাশেম, :বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘণ্টা খানেকের মতো স্থায়ী এ জলাবদ্ধতার কারণে শনিবার (১৭ জুন) দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ বৃষ্টিতে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট, অক্সিজেন-বায়েজিদ বোস্তামী সড়কের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং মুরাদপুর, বহদ্দারহাট ও আগ্রাবাদ এর বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। হঠাৎ সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, “কিছু কিছু জায়গায় নালাগুলো জ্যাম থাকার কারণে জলাবদ্ধতা হচ্ছে যাহা সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন নয়। অনেকদিন বৃষ্টি না হওয়াতে খাল-নালাগুলো জ্যাম হয়ে আছে। সামনের দিনগুলোতে জলাবদ্ধতা আরও কমবে বলে ও তিনি আশ্বস্থ করেন।” এদিকে, আগামী আরও দুই-একদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শ্রীকান্ত কুমার বসাক বলেন, “যেহেতু বর্ষাকাল তাই এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে। কখন ও মুষলধারে, আবার কখন ও থেমে থেমে বৃষ্টি ও হতে পারে।” আর সে জন্য আমরা ও আমাদের করনিয় নিয়ে চিন্তা করে যাচ্ছি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |