আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৬
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে স্বস্তির ঈদ উপহার দিতে ফোর্সদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
আজ সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে গ্র্যান্ড রোল কলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আসন্ন ঈদ উপলক্ষে ডিউটির চাপ থাকবে। আপনারা আন্তরিকভাবে গত ঈদে ডিউটি করার কারণে রাস্তায় কোন যানজট বা বড় কোন ধরনের ঘটনা ঘটে নাই। এবারও আপনারা আপনাদের ডিউটি সঠিকভাবে পালন করবেন। দুই কোটি নগরবাসীর মধ্যে প্রায় ১ কোটি নগরবাসী গ্রামের বাড়িতে যাবে। তাদের বাসাবাড়ির নিরাপত্তা ও ফাঁকা রাস্তায় যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সর্তক থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা নগরবাসীকে একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারব।
ফোর্সদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ডিউটি পালন করতে গিয়ে কোন ভুল হলে বা বিপদে পড়লে পাশে থেকে রক্ষা করবো কিন্তু কোন অপরাধের সাথে জড়িত হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দাবি নিয়ে মাঠে নামবে। আপনারা কমান্ডারের নির্দেশ অনুযায়ী ধৈর্য সহকারে দায়িত্ব পালন করবেন।
যেসব রাজনৈতিক দল আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ডিএমপি কমিশনার।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম(বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণ; বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |