আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১২
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : সারা বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ও সর্বাধিক আলোচনায় স্থান করে নেয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার মেয়ে, চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির ‘তারুণ্যের সমাবেশ থেকে নিজ বাড়িতে ফেরার পথে সরকার দলীয় ক্যাডাররা তাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরের দিকে চট্টগ্রাম জেলা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন বলে তার পক্ষে থাকা বিএনপি দলীয় আইনজীবীদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল করিম এরফান জানিয়েছেন।
এর পর কারাগার থেকে মুক্ত বাতাসে বের হয়ে আসা সময়ের ব্যাপার বলে ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর জামিন শুনানিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এনামুল হক, সাবেক মহানগর পিপি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্পেশাল পিপি ও মহানগর বিএনপির সহ-সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আব্দুস সাত্তার সারোয়ার,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সিভিল ল’ইয়ার হিসাবে খ্যাত এডভোকেট হাসান আলী চৌধুরী, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক সিনিয়র এডভোকেট জহুরুল আলম সহ অপরাপর আইনজীবিরা উপস্থিত ছিলেন।
সকল বিজ্ঞ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র পক্ষ থেকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |