- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
নড়াইলে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
প্রকাশ: ২০ জুন, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে :নড়াইলে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি ঝুনু সরকারকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানাধীন ডুটকুরা গ্রামের মনোজ কুমার পোদ্দারের স্ত্রী। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুন) সকালে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে অত্র থানার মুলশ্রী গ্রামের সাকিব শেখ ও রকিদ শেখ এবং ডুমুরিয়া গ্রামের জামির শেখকে গ্রেফতার করেন। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Please follow and like us:
20 20