আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
রোববার শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজযাত্রীরা এহরাম বাঁধা অবস্থায় পবিত্র কাবাকে প্রদক্ষিণ করছেন। সেখানে বাতাসে ছড়িয়ে পড়েছে আল্লাহর পবিত্রতার বাণী। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, এবার ইতিহাসে সবচেয়ে বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। রোববার পবিত্র কাবাকে তাওয়াফের মধ্যদিয়ে শুরু হয়েছে হজের প্রথম দিনের আনুষ্ঠানিকতা।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইতিহাসে এবার সবচেয়ে বেশি মুসলিম হজ পালন করবেন। এবার এতে অংশ নিতে পারেন কমপক্ষে ২৫ লাখ মুসলিম। ২০২০ সালের করোনা মহামারির পর এবারই পূর্ণাঙ্গ শিথিলতায় অনুষ্ঠিত হচ্ছে হজ। ৬৫ বছর বয়সী মিশরীয় আবদেল আজিম বলেছেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়ে এখন আমি। হজ পালনের জন্য ২০ বছর ধরে তিনি সঞ্চয় করেছেন ৬ হাজার ডলার।
রোববার সন্ধ্যা থেকে হজযাত্রীরা মিনায় যাওয়া শুরু করবেন। কাবায় আল মসজিদুল হারাম থেকে মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার।
সোমবার সারাদিন তারা তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় অবস্থান করবেন। আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। মঙ্গলবার ভোরে সেখান থেকে যাত্রা শুরু করবেন পরম মহিমান্বিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। মঙ্গলবার সেখানে তারা সারাদিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন।
দুপুরে জোহর ও আসরের দুই রাকাত নামাজ আদায় করবেন একসঙ্গে। এদিন মসজিদে নামিরা থেকে দেয়া হবে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে, ইসলামের দিকনির্দেশনা জানিয়ে খুৎবা। এসব আয়োজনের জন্য নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বছর হজযাত্রীদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। কারণ, সৌদি আরবে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সিলসিয়াস। হিটস্ট্রোক, পানিশূন্যতা বা অসুস্থতায় চিকিৎসা দিতে মোতায়েন করা হয়েছে কমপক্ষে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী এবং হাজার হাজার এম্বুলেন্স। এসব স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে। আর্থিকভাবে সক্ষম প্রতিজন মুসলিমের ওপর পবিত্র এই হজ ফরজ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |