আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০
ফরিদগঞ্জ ব্যুরোঃ – ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন এর সন্তোষপুর গ্রামে নুরুল ইসলাম জমাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ইকবাল হোসেন’র বাসগৃহের দরজা বন্ধ করে সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদরাসার নবনির্মিত ভবনের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ ও চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন ইকবাল হোসেন’র পরিবার। স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়েও প্রতিকার পায়নি বলে অভিযোগ তাদের। সম্প্রতি পরিবারটি ঐ দেয়ালের রাস্তার অংশটুকু ভেঙে দেওয়ার প্রস্তুতি নিলেও নুরুল ইসলাম জমাদার কর্তৃক বারবার হামলা-মামলা দেবে বলে হুমকি দেওয়ায় ভয়ে ওই কাজটি সম্পাদনে কেউ সাহস পাচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা।বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পরিবার। জানা যায়,পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনে সেচ প্রকল্পের জন্য ৪৯.৪৯ একর জায়গা একোয়ার করা হয়। তার মধ্য হতে ৩.৩৮ একর জমি পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজন হবে না মর্মে পূর্বের মালিক বরাবর অবমুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করা হয় বলে জানান ঘটনার প্রত্যক্ষসাক্ষী পার্শ্ববর্তী কবিরাজ বাড়ীর ৫৬ বছর বয়সী মোঃ মুক্তার আহমেদ।
তিনি আরও বলেন, সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদরাসাটি ০১/০১/১৯৮৪ সালে তার পথচলা শুরু করে ২০২৩ সালে এসে তার যাত্রার ৪০ বছর পূর্ণ করেছে। মাদরাসাটি বর্তমান স্থানে নির্মিত হয় ১৯৯২ সালে। হিসেব মতে মাদরাসাটি ৩১ বছর অতিবাহিত করেছে তার এই স্থানে। কিন্তু মোঃ ইকবাল হোসেন’র পরিবার তাদের এই বাসগৃহে ৪৮ বছর যাবৎ বসবাস করে আসছে।
এছাড়াও ইকবাল হোসেন’র দাদা সৈয়দ আলী’র নামে এ জমির কাগজ পত্রে পূর্ব মালিকানাও রয়েছে। তারপরও এ পরিবারটির উপর নুরুল ইসলাম জমাদার কর্তৃক নির্যাতন
অত্যন্ত হৃদয় বিদারক বলে মন্তব্য করেন তিনি।
মোঃ মুক্তার আহমেদ(৫৬) বলেন, মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম জমাদার এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আ,ফ,ম সাইফুল্লাহ। এ দুইয়ের সমন্বয়েই মাদরাসার সাইনবোর্ড ব্যাবহার করে মূলত ভূমিদস্যুতা হচ্ছে বলেও জানান তিনি।অবৈধভাবে প্রবেশ পথ বন্ধ করে এ পরিবারটিকে স্থানটি থেকে উৎখাত করাই মূলত মাদরাসা কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য বলে দাবী করেন তিনি।
শুধু তাই নয় এলাকাজুড়ে অসংখ্য মানুষ নুরুল ইসলাম জমাদার কর্তৃক এভাবে ভূমি সংক্রান্ত ব্যাপারে নির্যাতিত, দখলকরণে তার ভাড়া করা লাঠিয়াল বাহিনী দ্বারা অসহায় মানুষ নিপিড়ীত নিষ্পেষিত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ জুন) সরেজমিন দেখা গেছে
বেড়ীবাজার মূলসড়ক থেকে দক্ষিণে অবস্থিত সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদরাসা। মাদরাসার দক্ষিণ পূর্ব কর্নারে ইকবাল হোসেনের বসতঘর। ঘরের পশ্চিম পাশে নিজ ঘরে প্রবেশের মূল ফটক। ফটকটি থেকে মাত্র ২-৪ ইঞ্চি যায়গা দূরেই করা হচ্ছে উল্লেখ মাদরাসার নবনির্মিত ভবনের পূর্ব পাশের দেয়াল। এতে করে অবরুদ্ধ হয়ে দিনাতিপাত করছে ও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ইকবাল হোসেন’র পূর্ণ পরিবারটি।
ব্যাপারটি নিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আ,ফ,ম সাইফুল্লাহ’র মাদরাসার অফিস কক্ষে মুখোমুখি হলে সমস্যাটির ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতির অনুমতি বিহীন কোন কথা বলতে পারবে না বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের সভাপতিকে সরজমিনে গিয়ে না পেয়ে ফোন করে জানতে চাইলে একটি অসহায় পরিবারকে এভাবে অবরুদ্ধ রাখার কারন কি? জানতে চাইতেই ব্যাস্ততার দোহাই দিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন তিনি। পরবর্তীতে ফোন করা হলে আর ফোন রিসিভ করেননি প্রতিষ্ঠানটির সভাপতি নুরুল ইসলাম জমাদার।
স্হানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ বলেন, সমস্যাটির ব্যাপারে অভিযোগ পেয়েছি। সমস্যা সমাধানে অবিরত চেষ্টা চালানোও হচ্ছে বলে জানান তিনি। একটি ধর্মীয় প্রতিষ্ঠান পথভোলা মানুষকে সঠিক পথে আনার মাধ্যম। আল্লাহ্ বিমুখ মানুষকে আল্লাহ্ ভীরু মানুষে রূপান্তরিত করতে অগ্র ভূমিকা রাখে। মাদরাসা ত্যাগ তিতিক্ষা শিক্ষার প্রদান কার্যালয়। কিন্তু সে মাদরাসার ভবনের দেয়াল যদি হয় একটা মুসলিম পরিবারের প্রবেশ পথের পূর্ণ প্রতিবন্ধকতার কারণ তাহলে মাদরাসাটি থেকে জাতির বিবেক তৈরী হবে কিভাবে বোধগম্য হয় না তার বলে মন্তব্য করেন তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |