আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৩
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সামাজিক সংগঠন মীরসরাই সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানের অন্যতম: বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে খেলাধুলার আয়োজন ছিলো চোখ ধাঁধানো।
ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠন ও অংশগ্রহণ করে। ওই সব সংগঠন গুলোর মধ্যে অন্যতম ছিলো ‘রক্তিম পরিবার ও উদয় জনকল্যাণ সংস্থা’।
মোজাম্মেল হোসেন মেজবার উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীরসরাই সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশফের স্বত্বাধিকারী একরামুল হক সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই সমাজকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক সিকান্দার হোসেন রিমন, পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, আজীবন সদস্য আলমগীর হোসেন, পরাগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দোলা চোধুরী প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের সংগঠন (মীরসরাই সমাজকল্যাণ পরিষদ) টি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আমরা আমাদের সাধ্যমতো অসহায়, অভাবী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্ম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে যথাসাধ্য দান- অনুদান ও অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবান যারা তারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা আরো অনেকদুর এগিয়ে যেতে পারবো।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |