আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৬
মনির হোসেন জীবন- রাজধানীতে পৃথক তিনটি স্হানে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা দায়ের করা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে এবং এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল কালে ছিনতাইকারীর কবলে পড়েন নারী, পুরুষ ও স্কুলগামী শিক্ষার্থী। অনেক সময় তারা দুভোর্গের শিকার ও হচ্ছে।
গতকাল বুধবার রাতে র্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।
শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্হানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহন করেছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একাধিক দল গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি এবং ছিনতাইপ্রাক্কালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এসময় ছিনতাইকারীদের নিকট থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য অস্ত্র উদ্বার মূলে জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে তাদের নিকট থাকা ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা ছিনতাই করতো বলে স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |