- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- স্পেনে কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম জিয়াউর রহমান খান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্পেনে কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম জিয়াউর রহমান খান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : বাংলাদেশ এসোসিয়েশনে ইন۔۔ স্পেনের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম জিয়াউর রহমান খান স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল ৯ ই নভেম্বর এসোসিয়েশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে |
বাংলাদেশ এসোসিয়েশান ইন۔۔ স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় উক্ত আলোচনা এবং দোয়া মাহফিলে অংশ নেন ,সিনিয়র সহ সভাপতি আল আমিন ,রাজনীতিবিদ দুলাল সাফা ,এক্রামুজ্জামান কিরণ ,মোজাম্মেল হক মনু ,আব্দুল কাইয়ুম সেলিম ,মোর্শেদ আলম তাহের ,সাংবাদিক সেলিম আলম ,দবির তালুকদার ,আবু জাফর রাসেল,আব্দুল কাদের , মোঃ মামুন ,হেমায়েত খান ,ইকবাল হুসেন ,আবুল হাশেম ,আবু বক্কর ,জাহাঙ্গীর আলম۔ ,রুবেল খান ,ইয়াসিন শিকদার প্রমুখ |
বক্তারা ,আবেগ আবেগাপ্লুত কণ্ঠে বলেন , জীবনের সোনালী দিনগুলো বাংলাদেশ কমিউনিটির ঐক্য এবং ভাতৃত্বের বন্ধন জোরদার করতে নিরলস ভাবে কাজ করে গেছেন জিয়াউর রহমান খান |
মরহুমের পরিবারের পক্ষ থেকে একরামুজ্জামান কিরণ মরহুমের শেষ সময় তার পাশে থেকে তাঁকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন |
Please follow and like us:
20 20