আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০১
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আরসা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ /ইষ্টের একাধিক ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ক্যাম্প-৮ ওয়েস্ট ক্যাম্পের সাব ব্লক—এইচ/৪৯, আরসার হেড জিম্মাদার আনোয়ার হোসেন (২৪), এ/২০ ব্লকের মোঃ হামীম (২৮), ক্যাম্প ১০ এর এইচ/৪২ ব্লকের মৃত আবদুল কাদেরের পুত্র নজিবুল্লাহ (৩০), ক্যাম্প – ১৩ এর বি/১৭ ব্লকের বৈদ্য বসরের ছেলে নুরুল আমিন (২২)। নিহত অপর রোহিঙ্গার নাম শনাক্ত করা যায়নি।
৮ এপিবিএন পুলিশের এএসপি মোঃ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এএসপি মোঃ ফারুক আহমেদ জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় নজিবুল্লাহ (৩০) ও নুরুল আমিন(২২)কে পরবর্তীতে উখিয়াস্থ আইওএম হাসপাতালে প্রেরণ করা হলে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে।
প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।
৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের দু’দলের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যায়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গারা জানায়, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) আরএসও’র মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এর জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ৫ জন মারা গেছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিপূর্বেও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এধরনের ঘটনা ঘটেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |