আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৭
মনির হোসেন জীবন- রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামী মাহাদীকে বরিশাল থেকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আজ শুক্রবার ১৬৪ ধারায় জবানবন্দি (জিঙ্গাসাবাদ) করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মাহাদী হাসান জারিফকে (২৫)। পিতার নাম পিতা-নাজমুল হাসান।
ওরফে সৎ পিতা-গোলাম মোস্তফা ফিরোজ, বর্তমান সাং-কনকর্ড টাওয়ার, জর্ডান রোড, নাজির সাহেবের বাড়ী, থানা-কোতয়ালী মডেল থানা, বরিশাল, স্থায়ী- বাসা নং-৭০, পূর্ব হাজীপাড়া, থানা-রামপুরা, ঢাকা।
পুলিশ সূত্র বলছে, এ ঘটনার পর আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামি। এরপর বৃহস্পতিবার রাত ৮ টায় বরিশালের কোতোয়ালী থানার জর্ডান রোডে সৎ বাবার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ৩ জুলাই সন্ধ্যা ৬/৭ টার মধ্যে রাজধানী ধানমন্ডি ১৫, ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার লিফটে ৬, (৭ম তলার) পরিত্যক্ত ফ্লোরের বেলকুনিতে এ ধর্ষনের ঘটনা ঘটে।
ডিএমপি ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: পারভেজ ইসলাম এ সব তথ্য জানান।
ঘটনার বিবরণ, মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসেন। তিনি মন খারাপ করে লেকে বসেছিলেন। এই সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। শিক্ষার্থী বসিলায় পড়াশোনা করতো। মেয়েটা সহজ সরল হওয়ায় তার ফাঁদে পরে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘুরায়। এক পর্যায়ে সে ধানমন্ডির ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাত তলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তার ইচছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তাকে রেখে ধর্ষণকারী (তিনি) কৌশলে পালিয়ে বরিশাল পালিয়ে যায়।
ওসি পারভেজ ইসলাম, এঘটনার পর আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীকে শনাক্ত করা হয়। ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী ধানমন্ডি এলাকা থেকে পালিয়ে গাঢাকা দেয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় ধানমন্ডি থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, মাহাদী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার কাজই ছিল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো। ঘটনার দিনও সে ধানমন্ডি লেকে গিয়ে ভুক্তভোগীকে একা দেখে টার্গেট করে। পরে তাকে নানা কথার ফাঁদে ফেলে ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় একটি বাসার ছাদে নিয়ে
ধর্ষণ করে।
পুলিশ বলছে, মাহাদী ঢাকার কল্যাণপুরে তার মামার বাসায় থাকতো। বরিশাল থেকে এসে সেখানে সে থাকত আর ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তারা লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদ স্বীকার করেছে। এ ছাড়া একবার সাইকেল চুরি করতে গিয়ে সে ধরা পরেছিল বলে জানতে পেরেছি।
এদিকে, এঘটনায় পর গত ৪ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো: নাজমুল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আজ শুক্রবার এ মামলায় অভিযুক্ত আসামী মাহাদী হাসান জারিফকে গ্রেপ্তার দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি পারভেজ ইসলাম।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |