আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৮
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামের আড়ালিয়াপাড়া এলাকায় শুক্রবার(০৭ জুলাই) সকাল সাড়ে ছয়টার সময় যাদবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ১৫/২০জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পিতা আমির উদ্দিন খুনের মামলার বাদী আব্দুল্রাহ জুয়েলকে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে। খুনের মামলার আসামীদের যোগসাজশে জুয়েলকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা মাথায় উপর্যুপরি আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশে পাশের লোকজন গুরুতর আহত আব্দুল্লাহ জুয়েলকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসারত গুরুতর আহত আব্দুল্লাহ জুয়েল এর মা মোছাঃ সেলিনা বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। বাদী সেলিনার অভিযোগ একটি প্রভাবশালীমহল ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরকে মিথ্যা আহত দেখিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে। সখিপুর থানার ওসি মো.রেজাউল করিম বলেন,উভয় পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য,এই আব্দুল্রাহ জুয়েলের পিতা আমির উদ্দিনকে দিনে-দুপুরে সড়কে ফেলে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা সেই হত্যা মামলার বাদী আব্দুল্লাহ জুয়েল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এখন হত্যা মামলার বাদীকে হত্যা করার চেষ্টা করছে সন্ত্রাসীরা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |