আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:০৫
মনির হোসেন জীবন- প্রেমের সম্পর্কের জের ধরে দিনাজপুরে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামীকে রাজধানীর শেরে-ই-বাংলা নগর থানা এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ আইয়ুব আলী (৩৩)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার
মোঃ মোতালেব হোসেনের পুত্র। হত্যাকান্ডের পর থেকে এজাহারভুক্ত ৬ নং আসামী আইয়ুব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে পলাতক জীবনযাপন করে আসছিল।
আজ দুপুরে র্যাব-২ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জানতে পারে, রাজধানী শেরে-ই-বাংলা নগর থানা এলাকায় ওই হত্যা মামলার এজাহার নামীয় ৬ নং আসামী আত্মগোপন করে আছে এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে পলাতক
আসামী মোঃ আইয়ুব আলী (৩৩)কে আটক করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানান, গত ১৮ জুন ২০২৩ইং তারিখ দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুছ আলী নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। ভিকটিমকে হত্যার পর লাশ লুকিয়ে রেখে তারা অভিভাবককে ফোনে ডেকে স্থানীয়ভাবে সালিশ বিচারের মাধ্যমে ভিকটিমের বাবাকে ৪ লক্ষ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিতে বলা হয়।
সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ভিকটিমের বাবা গোপনে জানতে পারেন তার ছেলেকে আগেই হত্যা করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের বাবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামীর চাচার বাড়ি থেকে ইউনুছ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে গ্রহণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |