আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৭
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : চট্টগ্রামের ‘মীরসরাই ট্র্যাজেডি’র ১২তম : বার্ষিকী ১১ জুলাই মঙ্গলবার।
২০১১ সালের এই দিনে মীরসরাই স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু-বঙ্গমাতা’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে একটি মিনি ট্রাকে গাধাগাধি করে আবুতোরাব এলাকার স্কুল ছাত্ররা নিজ এলাকায় ফিরছিলো।বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা উক্ত মিনি ট্রাকটিতে আরোহী ছিলো। ট্রাকটি বড়তাকিয়া-আবু তোরাব সড়কের সৈদালী গ্রাম এলাকায় রাস্তার পাশের ডোবায় পড়ে ৪৩ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হয়।
মর্মান্তিক এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক্ ও ঘোষণা করা হয়ে ছিলো। আর নিহত ছাত্রদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের প্রবেশমুখে ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে ‘অন্তিম’ নামে দু’টি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আবু তোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও অপরাপর ছাত্র- ছাত্রীরা জানান, ‘দিনটি শুধু আমাদের স্কুল আর উপজেলা নয়, এটি পুরো বাংলাদেশ এবং পুরো জাতির জন্য শোকের দিন।’
দীর্ঘ ১২ বছর পার হয়ে গেলে ও সন্তান হারানোর শোক্ ভুলতে পারেনি আজো গর্ভধারীনি মায়েরা। এ দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র কাজল নাথের মা অনিতা দেবী বলেন, ‘প্রতি বছর ১১ জুলাই এলে নিজেকে আর ধরে রাখতে পারি না। মা-বাবা তার সন্তানের জন্মদিন উদযাপন করে। আর আমাদের পালন করতে হয় মৃত্যুবার্ষিকী। এটি যে কত যন্ত্রণাদায়ক, তা ভাষায় বোঝানো যাবে না।’
অন্যদিকে এক পিতা তার আদরের পুত্রের লাশ কাধে করে বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্য সকল মানুষের অন্তরকে নাড়া দিয়েছেন। অনেকে সে দৃশ্য দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারেন নি।
ঘটনার পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন মন্ত্রী, এম, পি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ এখানে আসেন। তারা নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে দেখা করে শান্তনা দিয়ে যান।
ঘটনার দিন থেকে ২/৩দিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে অত্যন্ত গুরুত্বের সাথে নিউজ কাভারেজ দেয়া হয়। ঘটনার পরদিন দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা গুলোতে লিড নিউজ হিসেবে স্থান পায়। কিন্তু, এর পর থেকে ধীরে ধীরে তা যেনো উদাহরণ হয়ে যায়! হয়তো বা উক্ত ‘মীরসরাই ট্রাজেডি’র ১২ তম: বার্ষিকী র দিন ১১ জুলাই মঙ্গলবার কোনো না পত্রিকায় অ-গুরুত্বপূর্ণ হিসেবে/নামখাওয়াস্তে ছোট্টো করে একটা নিউজ দেয়া হতে ও পারে! যাহা মীরসরাইবাসীর জন্য অসম্মান জনক বলে ও মনে করছেন অনেকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |