আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩১
আবুবকর সিদ্দিক , জয়পুরহাট ঃ-জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। উক্ত সমাবেশে জেলা বিএনপির আহŸায়ক গোলজার হোসেন বক্তব্য রাখেন। পদযাত্রা কর্মসুচিতে বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদরানা প্রধান,, যুবদলএর আদনান , ছাত্রদল এর মামুন প্রধান, স্বেচ্ছাসেবক দলএর সামস মতিন , শ্রমিক দলএর বাবুল , তাতী দল, মহিলা দলএর জাহেদা কামালের নেতৃত্বে সহ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
এ কর্মসুচি চলাকালে আওয়ামীলীগ ও শান্তি সমাবেশের আয়োজন করে। জয়পুরহাট রেলগেট এর পুর্ব পার্শে¦ আওয়ামীলীগ ও পশ্চিম পার্শ্বে বিএনপি কর্মীরা অবস্থান নেয়। বেলা পৌনে ৫ টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা বিএনপি আহŸায়ক গোলজার হোসেন সভা সমাপ্ত ঘোষনা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ১১ রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করে বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর। এসময় পুলিশসহ উভয়পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি কর্মীরা চলে যাওয়ার পর আওয়ামীলীগ কর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে হামলা করে অফিসের দরজা জানালা ও সকল আসবাবপত্র ভাংচুর করে। বর্তমানে শহর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপি পার্টি অফিস ভাংচুর:জয়পুরহাটে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা চলাকালে মঙ্গলবার বিকেলে শহরের রেলগেট এলাকায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২২জন আহত হয়েছে। আওয়ামীলীগের বিক্ষুব্ধ কর্মীরা বিএনপির পার্টি অফিস ভাচুর করে। পুলিশ ১১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে জয়পুরহাট কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন পার্টি অফিসের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামীলীগ। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর পৌনে ৫টার দিকে পার্টি অফিসে ফিরছিল। একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতা-কর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আওয়ামীলীগের নেতা-কর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পথচারী সহ বিএনপি ও আওয়ামীলীগের অন্তত ২২ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির জেলা কার্যালয় ভাংচুর করে। এ সময় পুলিশ শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত নেতা-কমীদের জেলা হাসপাতালে ভর্তি করা এর মধ্যে ৪জনের অবস্থা গুরুত্বর হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন, বিএনপি শান্তি পূর্ণ মিছিল নিয়ে পার্টি অফিসে আসলে, আওয়ামী লীগের অফিস থেকে ইট পাটকেল ছুড়তে থাকে।
এতে করে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তিনি আওয়ামী লীগের এই হামলার তীব্র প্রতিবাদ জানান।
অপর দিকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামীলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় এতে ছাত্রলীগ সভাপতি রাজাসহ ১২ জন আহত হয়েছে। তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |