আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়। পরে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে আসামিদের সঙ্গে তাদের স্বজনরা শেষ সাক্ষাৎ করেন।
অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার অবেদন রাষ্ট্রপতির নাকচের চিঠি গত ৫ই জুন কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। তাদের পক্ষে করা রিটও খারিজ করে দেয় উচ্চ আদালত।
২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাবির শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরে বাসাটির পেছনের ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ নগরীর মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালতে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০০৮ সালের ২২শে মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ মামলার রায়ে ৪ জনকে ফাঁসি ও দুজনকে খালাস দেন। দন্ডিত অন্যরা হলেন, জাহাঙ্গীরের ভাই নাজমুল ও শ্যালক সালাম। তবে খালাস পান তৎকালীন রাবি শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহী।
পরে উচ্চ আদালত আপিলের রায়ে নাজমুল এবং সালামকে যাবজ্জীবন এবং বাকি দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়।সূত্র: মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |