আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২১
কামরুল হাসান বাবলু :- আজ মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্র থেকে এতথ্য নিশ্চিত হওয়া গিয়েছে । জানা যায়, বিএনপি মহাসচিব রাত সোয়া নয়টা পর্যন্ত ফিরোজায় অবস্থান করেন। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
তবে বর্তমান দেশের রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই ।
এদিকে মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খানের সাথে এই বিষয়ে যোগাযোগ করলে তিনিও এর সত্যতা নিশ্চিত করে বলেন , আমাদের চেয়ারপারসন অসুস্থ । ওনার খোঁজ খবর রাখতে মহাসচিব নিজেই উদ্যোগী হন ।
এর আগে গত ২৫ জুলাই মঙ্গলবার আরেকবার চেয়ারপারসন এর সাথে দেখা করে আসেন। এই নিয়ে সপ্তাহের আগে পিছে দুইবার সাক্ষাৎ হয় মহাসচিবের । যা বর্তমানে ব্যাপক তাৎপর্যবহন করে রাজনৈতিক অঙ্গনে ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |