আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৫
খাদিজাতুল আনোয়ার সনি এমপির সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র মিজ সেহেলি সাবরীন বলেন, ঘটনাটা জানার পর ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম শুরু করে সংসদ সদস্যকে মুক্ত করেন। দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ১৭জনকে গ্রেফতার করা হয় এবং তাদের সবাই এখন মুক্ত। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং মেনে চলার প্রতি গুরুত্বারোপ করছেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশি নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সভা করার ক্ষেত্রে স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলবেন যাতে করে এধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
সেহেলি সাবরীন বলেন, পরিস্থিতিটা প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন বিব্রতকর, তেমনি বাংলাদেশি সরকারের জন্যও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকেও কয়জন ওই মিটিংয়ে গিয়ে আটক হয়েছিলেন, তারাও আজ ছাড়া পেয়েছেন। সবাইকেই ছেড়ে দেয়া হয়েছে। মুখপাত্র বলেন, ওমানে কোনো ধরনের সভা করার ক্ষেত্রে নিষেধ আছে এবং যারা ওখানে সভা করেছিলেন, তারা অনুমতি গ্রহণ করেনি, ওমান সরকারের অনুমতি নেয়নি।এছাড়া সংখ্যায়ও অনেক বেশি ছিল। এটি হোটেলে করা হয়েছিল। এজন্য পুলিশ তৎপরতা চালায়।
সংসদ সদস্যকে মুচলেকা দিয়ে ছাড়ানো হয়েছে কি-না জানতে চাইলে মুখপাত্র বলেন, আমি দূতাবাস থেকে যতদূর জানতে পেরেছি যে সংসদ সদস্যকে পুলিশ কাস্টডি থেকে আমাদের দূতাবাসের কর্মকর্তারা যেয়ে পুলিশকে বুঝিয়ে তাঁকে মুক্ত করে। দূতাবাসের ক্ষেত্রে যেটা হয় যে সবকিছুর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। দূতাবাস যখন হস্তক্ষেপ করেছে তখন দূতাবাসের একটি মুচলেকা হস্তক্ষেপের মাধ্যমেই তো পুলিশ কাস্টডি থেকে মুক্ত করা হয়েছে। চট্টগ্রামের বাসিন্দা যে সব প্রবাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে গিয়েছিলেন তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত, আওয়ামীলীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অংশ হিসেবে ওই বৈঠকটি হচ্ছিলো এমন জল্পনা-কল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র বলেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |