আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:০৬
সাদাফ আলী খান :গতকাল শান্তিনগর থেকে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন এবং আজ মুগদা থানা বিএনপি নেতা ও মান্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেন—কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গণতন্ত্রকে মাটিচাপা দেয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান গণবিচ্ছিন্ন ও ভোটারবিহীন অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে এখন আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল শান্তিনগর থেকে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন এবং আজ মুগদা থানা বিএনপি নেতা ও মান্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেন—কে গ্রেফতার সেই জুলুমেরই ধারাবাহিকতা। বিকৃত দুঃশাসনে জনজীবনে ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজমান। দুঃশাসনের শৃঙ্খলভঙ্গের দাবিতে ঐক্যবদ্ধ জনগণের ওপর অবৈধ সরকার পুলিশী শক্তিকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। এই কারণেই রাষ্ট্র ও সমাজে বিরাজমান রয়েছে চরম অস্থিরতা ও নৈরাজ্যকর পরিবেশ। সরকারী মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে হয় বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ফ্রি লাইসেন্স পেয়ে গেছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো—সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে না পারে। কিন্তু সাম্প্রতিক কালে রাজপথে মানুষের ব্যাপক ঢল প্রমাণ করে যে, অবৈধ আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। অচিরেই তাদের পতন হবে এবং জনগণের ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।”
নেতৃদ্বয় অবিলম্বে আক্তার হোসেন এর নিঃশর্ত মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |